বিপন্ন প্রজাতির ‘সেই’ শকুনটি মারা গেল

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির সেই বাংলা শকুনটি অবশেষে মারা গেছে।  সোমবার (২৬জুন) দুপুরে লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে মারা যায় শকুনটি। শকুনটির সেবা শশ্রুষার দায়িত্বে থাকা বন্যপ্রাণী বিভাগের গার্ড শফিক সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার থেকে শকুনটির অবস্থার উন্নতি হলেও রোববার (২৫ জুন) অবস্থার অবনতি হলে শকুনটি সোমবার মারা যায়। বন্যপ্রাণী বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, বুধবার রাত থেকে শকুনটিকে সুস্থ করতে রেসকিউ সেন্টারে চিকিৎসা চলছিল। গ্লুকোজ, স্যালাইন ও পানি ইত্যাদি দেয়ার পর শকুনটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে … Continue reading বিপন্ন প্রজাতির ‘সেই’ শকুনটি মারা গেল